২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন
পার্লামেন্ট ভেঙে দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট স্টেইনমায়ার
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার গতকাল (শুক্রবার) দেশটির ফেডারেল পার্লামেন্ট ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে ইউক্রেনের প্রতি সমর্থন দেয়া জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো ব্যালট বাক্সে সমালোচকদের চাপের মুখে পড়লো।
গত ১৬ ডিসেম্বর ক্ষমতাসীন জোট আস্থা ভোটে হেরে যাওয়ার পর ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন জার্মান ভোটাররা তাদের নতুন প্রতিনিধি নির্বাচন করবেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো আগে সম্মত হয়েছে।
সরকারি ব্যয়ের অগ্রাধিকার নিয়ে অভ্যন্তরীণ বিরোধের মধ্যে নভেম্বরের শুরুতে চ্যান্সেলর ওলাফ শোলযের নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট সরকার ভেঙে পড়ে। ১৬ ডিসেম্বর জার্মান নেতা শোলয সংসদে আস্থা ভোট হেরে যান।
স্টেইনমায়ার জনসাধারণকে বলেন,"আমি নিশ্চিত যে, আমাদের দেশের ভালোর জন্য নতুন নির্বাচন সঠিক উপায়।" বর্তমান দলগুলোর মধ্যে সম্ভাব্য নতুন জোট গঠনের বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ার খবর প্রকাশের পর স্টেইনমায়ার ফেডারেল পার্লামেন্ট ভেঙে দেয়ার নির্দেশ দেন।
সরকারের পতন না হলে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে জার্মানিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ১৯৭২, ১৯৮২ এবং ২০০৫ সালে জার্মানিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮