বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির বৈঠক
‘পশ্চিমা শক্তিগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জন করতে দেয়া যাবে না’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন
পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃশক্তির হস্তক্ষেপের ‘ধ্বংসাত্মক দৃশ্যপটে’ পরিণত করার তীব্র বিরোধিতা করেছে ইরান ও চীন। দেশ দু’টি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা শক্তিগুলোকে পশ্চিম এশিয়ায় তাদের ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে দেয়া যাবে না।
চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল (শনিবার) বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বৈঠক থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বৈঠকে আরাকচি ও ওয়াং ই পশ্চিম এশিয়ার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, এই অঞ্চল নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার এ অঞ্চলের দেশগুলোর রয়েছে।
তারা সিরিয়ায় গোলযোগ ও নিরাপত্তাহীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করেন। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সিরিয়ার ক্ষমতা এমন একটি সরকারের কাছে হস্তান্তর করতে হবে যেটি সেদেশের সকল জাতিগোষ্ঠীর চাহিদা পূরণ করবে। তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।
ওয়াং ই ও আরাকচি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার গঠনকাঠামোর আওতায় ইরান ও চীনের মধ্যে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে হবে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯