হানিয়া হত্যাকাণ্ডের ইসরাইলি ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে হামাস
https://parstoday.ir/bn/news/event-i145432-হানিয়া_হত্যাকাণ্ডের_ইসরাইলি_ন্যারেটিভ_প্রত্যাখ্যান_করেছে_হামাস
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস ইসমাইল হানিয়া হত্যার ধরণ নিয়ে ইহুদিবাদী সরকারের দাবি ও ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • হানিয়া
    হানিয়া

পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস ইসমাইল হানিয়া হত্যার ধরণ নিয়ে ইহুদিবাদী সরকারের দাবি ও ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।  

হামাসের বিবৃতিতে বলা হয়েছে- হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে দখলদার ইসরাইল যেসব মিথ্যাচার করেছে বিশেষকরে হত্যাকাণ্ড ঘটানোর প্রক্রিয়াসহ যেসব খুঁটিনাটি বিষয় তারা উল্লেখ করা হয়েছে তার সবই আমরা প্রত্যাখ্যান করছি।

পার্সটুডে জানিয়েছে, দখলদার ইসরাইল দাবি করেছে তেহরানের রাষ্ট্রীয় অতিথিশালার যে কক্ষে ইসমাইল হানিয়া অবস্থান করছিলেন সেখানেই তারা বোমা পেতে রেখেছিল। আর সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।

এর আগে সম্প্রতি দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ প্রথমবারের মতো ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে তেল আবিবের সম্পৃক্ততার কথা সরাসরি স্বীকার করেছে।

৩১ জুলাই বুধবার সকালে তেহরানে সন্ত্রাসী হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী শহীদ হন।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।