ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
(last modified Wed, 01 Jan 2025 06:32:09 GMT )
জানুয়ারি ০১, ২০২৫ ১২:৩২ Asia/Dhaka
  • ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

২০২৪ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরান ও রাশিয়ার ওই দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দেয়ার চেষ্টা এবং সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের ব্যাপারে দেশটির জনগণের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন উপ অর্থমন্ত্রী ব্র্যাডলি স্মিথ কোনো ধরনের তথ্য-প্রমাণ উপস্থাপন না করেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনি প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করারও অভিযোগ উত্থাপন করেন।

ইরান সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলে এসেছে, ইরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করার নীতির আওতায় শুধুমাত্র তেহরান-বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে এ মিথ্যা অভিযোগ আরোপ করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এর আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর গত চার বছরে ইরানের শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তত ৬০০ বার নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

 পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।