এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট
(last modified Wed, 01 Jan 2025 10:42:49 GMT )
জানুয়ারি ০১, ২০২৫ ১৬:৪২ Asia/Dhaka
  • ফরাসি সৈন্য
    ফরাসি সৈন্য

ফরাসি সেনাদের আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেছেন, ২০২৫ সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে।

তিনি বলেন, 'আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি বাহিনীকে সমন্বিত ও সংগঠিতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। ফরাসি সেনাবাহিনী পরিচালিত পোর্ট বোয়েটের সামরিক পদাতিক ব্যাটালিয়ন আইভরিয় সেনাদের কাছে হস্তান্তর করা হবে।'

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আইভরি কোস্ট হলো সর্বশেষ আফ্রিকান দেশ যারা তাদের পুরোনো ঔপনিবেশিক শক্তির সঙ্গে সামরিক সম্পর্ক হ্রাস করল। পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ থেকেও ফ্রান্সের সামরিক বাহিনীকে চলে যেতে বলা হচ্ছে। আইভরি কোস্টে ফ্রান্সের ৬০০ সেনা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চাঁদ, নাইজার ও বুরকিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়েছে। সম্প্রতি, সেনেগাল এবং চাদ একই কাজ করেছে। চাদকে আফ্রিকায় ফ্রান্সের সবচেয়ে স্থিতিশীল এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করা হয়।

এপি বলছে, ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার ৭০ শতাংশের বেশি দেশ ছাড়তে হয়েছে ফরাসি সেনাদের। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকায় মাত্র আর দুইটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে। দেশ দুটি হলো জিবুতি ও গ্যাবন। জিবুতিতে ১,৫০০ ফরাসি সৈন্য এবং গ্যাবনে ৩৫০ সৈন্য মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, আফ্রিকার প্রায় প্রতিটি দেশই চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বৃদ্ধি করছে।#

পার্সটুডে/এমএআর/১