আইভোরি কোস্টের প্রতিরক্ষামন্ত্রীকে মুক্তি দিয়েছে অভ্যুত্থানকারী সেনারা
-
অভ্যুত্থানকারী সেনাদের সঙ্গে সমঝোতার পর সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী (সামনে মাঝখানে)
পশ্চিম আফ্রিকার দেশ আইভোরি কোস্টের একদল সেনা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে অভ্যুত্থান করেছে। তারা শনিবার প্রতিরক্ষামন্ত্রী অ্যালাইন রিচার্ড দোনওয়াহিকে পণবন্দী করার পর আবার ছেড়ে দিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী দোনওয়াহি অভ্যুত্থানকারী সেনাদের দাবি-দাওয়া নিয়ে আলাপ-আলোচনা করার জন্য দেশটির বুয়াকে শহরে গিয়েছিলেন। বিদ্রোহী সেনারা আলোচনা করার পরিবর্তে তাকে পণবন্দী করে। এসব সেনা বেতন-বোনাস বৃদ্ধি, আবাসিক সুবিধা এবং অধিকতর দ্রুত গতিতে পদোন্নতির দাবিতে অভ্যুত্থান করেছে।
প্রতিরক্ষামন্ত্রীকে পণবন্দী করার আগে প্রেসিডেন্ট অ্যালাসানে কুয়াত্তারা ঘোষণা করেন, দোনওয়াহির সঙ্গে অভ্যুত্থানকারী সেনাদের সাক্ষাতের পর দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতার বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, সৈন্যদের দাবি মেনে নিয়ে তিনি তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট আরো বলেন, এসব দাবি ক্রমাগত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বিদ্রোহী সেনাদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হওয়ার আগেই একদল সেনা ফাঁকা গুলি ছুঁড়তে থাকে এবং সমঝোতা মেনে নিতে অস্বীকার করে। তারা প্রতিরক্ষামন্ত্রীকে পণবন্দী করে। শেষ পর্যন্ত এসব সেনা মন্ত্রীকে ছেড়ে দিলেও অভ্যুত্থানের সর্বশেষ পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। একটি সূত্র জানিয়েছে, সাবেক যেসব বিদ্রোহী অস্ত্র সমর্পন করে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তারাই এ অভ্যুত্থান করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮