মজলুমদের পক্ষের গণমাধ্যম ব্যক্তিত্বদের পুরস্কৃত করল ইরান; নীরবতার সর্পিল ভাঙতে হবে: জেবেলি
পার্সটুডে - তৃতীয় 'সোবহ' আন্তর্জাতিক গণমাধ্যম উৎসব ইউরোপিয়ান পার্লামেন্ট ও ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এবং গাজার একজন ফিলিস্তিনি সাংবাদিকসহ সাম্রাজ্যবাদ বিরোধী বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের কণ্ঠকে আরেকবার উচ্চকিত করেছে।
পার্সটুডের তথ্য বলছে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র প্রধান পেইমান জেবেলি, বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আগত সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্বদের উপস্থিতিতে তেহরানে তৃতীয় "সোবহ" আন্তর্জাতিক মিডিয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসব ৩ মে থেকে শুরু হয়েছে, চলবে ৮ মে পর্যন্ত।

প্রতিরোধের প্রতি সমর্থন এবং জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখার জন্য ক্লেয়ার ডেলি (ইউরোপীয় সংসদের সাবেক সদস্য) এবং মিক ওয়ালেস (ইউরোপীয় সংসদের সাবেক সদস্য), জর্জ গ্যালোওয়ে (ব্রিটিশ সংসদের সাবেক সদস্য), আহমাদ সাহমুদ (গাজায় আল-আলম টিভি চ্যানেলের ফিলিস্তিনি সাংবাদিক) এবং মাসুদ নাজাবাতি (ইরানি গ্রাফিক ডিজাইনার) বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এরপর উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার প্রধান তার বক্তৃতায় নির্যাতিতদের কণ্ঠস্বর প্রতিফলিত করতে এবং ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকার উপর জোর দেন। ইসমাইল হানিয়া, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের মতো শহীদদের স্মৃতি স্মরণ করে তিনি আধিপত্যবাদের স্রোতের মোকাবেলায় স্বাধীনচেতাদের ক্রমবর্ধমান সংহতির কথা তুলে ধরেন। তিনি গাজার শিশুদের হত্যাকারী সাম্রাজ্যবাদী শক্তির সমালোচনা করেন।
পেইমান জেবেলি "নীরবতার সর্পিল" ভেঙে ইতিহাসকে জীবন্ত রাখার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

এই উৎসবে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিকে সম্মানজনক বলে উল্লেখ করেন। এ সময় তিনি গাজা ও লেবাননে ইহুদিবাদীদের অপরাধের খবর তুলে ধরার ক্ষেত্রে আল-আলম এবং প্রেস টিভির সাংবাদিকদের সাহসের প্রশংসা করেন।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।