ইহুদিবাদী ইসরাইলিদের উপস্থিতি যেকোনো দেশের জন্য অশুভ
(last modified Tue, 06 May 2025 12:54:31 GMT )
মে ০৬, ২০২৫ ১৮:৫৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলিদের উপস্থিতি যেকোনো দেশের জন্য অশুভ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন আলোচনাকারী দলের আনুষ্ঠানিক অবস্থান আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণের জন্য নিজেদের মধ্যে এই সংহতি তৈরি করা তাদের উপর নির্ভর করে।"

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল  বাকায়ি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির পাকিস্তান সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, "পাকিস্তানের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ক্রমাগত এবং ঘনিষ্ঠ পরামর্শের কাঠামোর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর ।" পার্সটুডে অনুসারে, বাকায়ি বলেন,  "আঞ্চলিক বিষয়গুলো বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং পশ্চিম এশিয়ায় আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি সেগুলো নিয়ে আরাকচি তার প্রতিপক্ষের সাথে আলোচনা করেছেন।" তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরাকচির ভারত সফরের কথা উল্লেখ করে আরো বলেন, "জয়েন্ট ইকোনমিক কমিশনের বৈঠকে অংশগ্রহণের জন্য আরাকচির ভারত সফরের পরিকল্পনা রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে।" আরাকচির পাকিস্তান গতকাল সোমবার শেষ  হয়েছে এবং বৃহস্পতিবার তার ভারত ভ্রমণের কথা রয়েছে।

শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার ইরানের জন্য রেড লাইন

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে বাকায়ি আরো স্পষ্ট করে বলেনম  "আমাদের অবস্থান এবং নীতিগত কাঠামো যার ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় প্রবেশ করেছি তা অপরিবর্তনীয়।" তাই আমরা এর উপর ভিত্তি করে আলোচনা করি। বাকায়ি আরো বলেন: "ইরানী জাতির পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের বিষয়ে ইরানের নীতিগত অবস্থান যুক্তি এবং আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত অবস্থান।"

আলোচনা বাতিলের কারণ

ইরানের সাথে সম্পর্কিত নীতিনির্ধারণী পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যার মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও রয়েছেন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে এক ধরণের অভ্যুত্থানের পরিকল্পনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  "তিন পক্ষের মধ্যে আলোচনা এবং সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে ওমানের পরামর্শেই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।" আমরা অনেক খবর শুনেছি। ইহুদিবাদী শাসনব্যবস্থাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে যুদ্ধবিরোধী এবং কূটনীতিবিরোধী স্পেকট্রাম সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই আলোচনা প্রক্রিয়া ব্যাহত করার জন্য নজিরবিহীন চেষ্টা চালিয়েছে। কিন্তু আমাদের জন্য মার্কিন আলোচক প্রতিনিধিদলের আনুষ্ঠানিক অবস্থান গুরুত্বপূর্ণ। এটা তাদের উপর নির্ভর করে কিভাবে তারা নিজেদের মধ্যে এই  সংহতি তৈরি করতে পারে এবং যুক্তিসঙ্গত, যৌক্তিক এবং বাস্তববাদী অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়।

ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কর্মকর্তাদের দুর্ভাগ্য

নেতানিয়াহুর আজারবাইজান প্রজাতন্ত্রের সফর বাতিলের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, "যেকোনো দেশে ইসরাইলি কর্মকর্তাদের সফর অবশ্যই অশুভ এবং অকল্যানকর।" ফিলিস্তিনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ সংঘটনের জন্য এই সরকার নিন্দিত এবং বিশ্বের সকল মানুষ এই অপরাধে দুঃখিত। আমরা নিশ্চিত যে সমস্ত দেশ কোন্ কর্মকর্তাকে আতিথেয়তা দেবে সে সম্পর্কে সতর্ক থাকবে। এই বিষয়ে এবং অপরাধের স্বাভাবিকীকরণ রোধে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনটি ইউরোপীয় দেশের সাথে আলোচনার প্রস্তুতি

রোমে তিনটি ইউরোপীয় দেশের (ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি) রাজনৈতিক নেতাদের সাথে ইরানের আলোচনা এবং এই আলোচনা বাতিল হওয়ার বিষয়ে বাকায়ি আরো বলেন,  "কোনো ভাষা জড়িত ছিল না এবং এর কোনও নির্দিষ্ট বার্তা ছিল না এবং এটি কেবল লজিস্টিক সমস্যার কারণে হয়েছিল। এই বৈঠকটি ইউরোপে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আমরা পক্ষগুলোর সম্মতিতে আরেকটি বৈঠক করতে প্রস্তুত।"

কৌশলগত অংশীদার

ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তি সম্পর্কে তিনি আরো বলেন, "রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি গুরুত্ব সহকারে অনুসরণ করা হচ্ছে।" আমাদের দিক থেকে আমরা দ্রুত পদক্ষেপগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছি। এই চুক্তি অনুমোদনের বিলটি কিছুদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিল এবং বর্তমানে এটি আইনি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।'

মোশে মেকানিজম কি সক্রিয় হবে?

মোশে মেকানিজম সক্রিয়করণ সম্পর্কে তিনি আরো বলেন: "ইরানের কর্মকাণ্ড শান্তিপূর্ণ হওয়ায় আমরা মোশে মেকানিজম সক্রিয় করার কোনো কারণ বা আইনি ভিত্তি দেখতে পাচ্ছি না।" কিছু পক্ষ আলোচনায় পয়েন্ট অর্জনের জন্য এই হাতিয়ারের অপব্যবহার এবং নিরাপত্তা পরিষদে তাদের অবস্থানের অপব্যবহার করার চেষ্টা করছে, তা আমাদের মতে অগ্রহণযোগ্য, এবং এই বিষয়টি ব্যবহারের পরিণতি অবশ্যই বিরোধী পক্ষগুলি ভোগ করবে।

ব্রিকস সভা

ব্রাজিলে ব্রিকস বৈঠক এবং ইরানি কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে বাকায়ি আরো বলেন: "এই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়েছিল যার মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা অন্তর্ভুক্ত ছিল।" গ্রুপ সভাও অনুষ্ঠিত হয়েছিল। ব্রিকস সম্পর্কে জাতিসংঘ সনদের উপর ভিত্তি করে তৈরি এই সংস্থাটি নিজেই বিরোধ নিষ্পত্তির জন্য আঞ্চলিক ব্যবস্থা তৈরির প্রয়োজন এবং আন্তর্জাতিক নিয়মগুলোকে শক্তিশালী করে।

পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত

পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত সম্পর্কে তিনি আরো বলেন,  'দুই দেশের মধ্যে পরিস্থিতি শান্ত করার জন্য আমরা কোনও প্রচেষ্টাই বাদ দেব না।'

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।