ইসরাইলের দম্ভ চুরমার
ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গাজার মুজাহিদদের বীরত্বপূর্ণ স্মরণীয় অভিযান
-
নিহত ৪ ইসরাইলি সেনার ছবি
পার্স টুডে - গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন। ইসরাইলি সেনা সূত্র এ খবর দিয়েছে। গতকাল সোমবার বেইত হানুন এলাকায় হামলার এই ঘটনাটি ঘটে।
ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলো এই হামলাকে বেশ জটিল ও অপ্রচলিত বলে উল্লেখ করেছে। তারা বলছে এ ঘটনা খান ইউনিসের হামলার ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, এ অঞ্চলে দখলদার সেনাদের উপর সবচেয়ে রক্তাক্ত কিছু হামলার ঘটনা ঘটেছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। গতকালের এ ঘটনায় ৫ ইসরাইলি সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে। হামলার এই ঘটনায় একজন ইসরাইলি সেনা নিখোঁজ হয়েছে বলেও নানা সূত্র জানিয়েছে।
ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো স্বীকার করেছে যে, এই হামলায় ছয় জন ইসরাইলি সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।
কেমন ছিল এই জটিল হামলা?
বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে বেইত হানুনে একটি নিখুঁত হামলার পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। প্রথমে পেতে রাখা বোমার আঘাতে ধ্বংস হয় দখলদার ইসরাইলি সেনাদের একটি ট্যাংক। এরপর ইসরাইলি সেনাদের একটি দল বোমা হামলার শিকার ইসরাইলি সেনাদের পালিয়ে যেতে দেয়ার ব্যবস্থা করতে সেখানে পৌঁছলে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। এরপর তৃতীয় একটি বোমা ইসরাইলি সেনাদের ওই দ্বিতীয় দলটির উপর আঘাত হানে। এরপর ঘটে চতুর্থ বোমার বিস্ফোরণ, একইসঙ্গে ফিলিস্তিনি যোদ্ধারা হালকা অস্ত্র দিয়ে আহত ইসরাইলি সেনাদের উপর গুলি বর্ষণ করেন। এরপর ফিলিস্তিনি যোদ্ধারা কাছাকাছি এলাকা থেকে ব্যাপক মর্টারের গোলা বর্ষণ করতে থাকলে ইসরাইলি সেনাদের উদ্ধার অভিযান ব্যাহত হয়। ফিলিস্তিনিদের মর্টার হামলার তীব্রতার কারণে কয়েকজন ইসরাইলি সেনা তাদের সাঁজোয়া যানের ভেতরেই পুড়ে যায় বলে সংবাদ সূত্র গুলো জানিয়েছে।
মার্কিন বিশেষ দূত উইটকফ ও নেতানিয়াহু বৈঠক শুরুর সঙ্গে সঙ্গে স্থগিত
ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই ভয়াবহ হামলার খবর শুনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম এশিয়া বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার বৈঠক বাতিল করে দেন যাতে ওই ঘটনা বিস্তারিতভাবে জানতে পারেন। বৈঠকটি কেবলইমাত্র শুরু হয়েছিল। ওয়াশিংটনে তার সফরের এ সময় নেতানিয়াহুর চেহারার যে ভাব ফুটে উঠেছিল তা ইজরায়েলী সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে। তার বিধ্বস্ত চেহারা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল তিনি এই ভয়াবহ হামলার ব্যাপারে প্রস্তুত ছিলেন না।
বীরত্বপূর্ণ এই অভিযানের খবর শুনে 'আল্লাহু আকবার' ধ্বনি
বেইত হানুনের ওই সফল অভিযানের খবর শুনে লেবাননের শরণার্থী শিবিরগুলোতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তাঁরা ফিলিস্তিনি যোদ্ধাদের এই বীরত্বপূর্ণ অভিযানের প্রশংসা করে মসজিদের মাইকগুলোতে আল্লাহু আকবার ধ্বনি প্রচার করতে থাকেন ও তাঁদের অবিচল দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।
ইসরাইলি সেনাদের লাশের সারি বাড়তেই থাকবে: কাসসাম
হামাসের আল কাসসাম বিরগেড হিব্রু ও আরবি ভাষার এক পোস্টার প্রকাশ করে বলেছে, ইসরাইলি দখলদারিত্ব বজায় থাকলে দখলদার সেনাদের লাশের সারি ও দাফনের দৃশ্য বার বার সামনে আসতেই থাকবে ও তা স্থায়ী এবং স্বাভাবিক বিষয়ে পরিণত হবে।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৮