ইসরায়েলি সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য: সেন্সরের আড়ালে সত্য লুকোচ্ছে তেল আবিব
(last modified Wed, 09 Jul 2025 13:55:25 GMT )
জুলাই ০৯, ২০২৫ ১৯:৫৫ Asia/Dhaka
  • ১৫ জুন ইসরায়েলে বাত ইয়ামে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের দৃশ্য
    ১৫ জুন ইসরায়েলে বাত ইয়ামে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল সরকার কঠোর সেন্সরশিপ আরোপ ও উদ্দেশ্যমূলক তথ্যগোপন করেছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাভিভ ড্রাকার।

তিনি দাবি করেছেন, ইসরায়েলি পুলিশ তাকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিত্রায়ন করতে বাধা দিয়েছে এবং সেন্সর বোর্ডের অনুমতির কথা বলে হুমকি দিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর এই সাংবাদিক একটি টিভি অনুষ্ঠানে বলেন, “ইসরায়েলি সামরিক সেন্সর এখন কেবল নিরাপত্তা নয়, বরং সরকারের ব্যর্থতা আড়াল করার হাতিয়ার হয়ে উঠেছে।”

দখলকৃত অঞ্চলে প্রিভেন্টিভ সেন্সরশিপ চালানো গোয়েন্দা ইউনিটের সমালোচনা করে তিনি বলেন, "ইরানের হামলার ক্ষয়ক্ষতির ছবি তোলার সময় পুলিশ কর্মকর্তারা আমাকে সরাসরি বাধা দিয়েছিল। আমি প্রেস কার্ড দেখালে তারা খানিকটা নরম স্বরে বলেছিল, ‘এখানে চিত্র ধারণ নিষিদ্ধ, অনুমোদন নেই।’

ড্রকার বলেন, দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে তিনি জানতে পারেন, যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত পাঁচটি সামরিক ঘাঁটির মধ্যে একটি তিনি নিজ চোখে দেখেছেন। কিন্তু সেন্সরশিপের কারণে তা গণমাধ্যমে আসেনি।

তাঁর মন্তব্য: "এখানে সেন্সরশিপ নিরাপত্তার জন্য নয়, বরং 'বিজয়ের বিভ্রম' বজায় রাখতে। ইরানিরা জানে কোথায় হামলা চালিয়েছে, তাই তথ্য গোপন করার লক্ষ্য ইরান নয়—বরং ইসরায়েলিরা যেন জানতে না পারে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি।"

ড্রাকার আরও বলেন, “এই সেন্সর জীবন রক্ষা করে না, বরং ব্যর্থতা ঢাকতে সাহায্য করে। সেন্সর এখন আর গোপন তথ্য রক্ষা করছে না, বরং সেগুলো আড়াল করছে যা ইতোমধ্যে স্যাটেলাইটে ধারণ, টুইটারে প্রকাশ এবং টেলিগ্রামে বিশ্লেষণ হয়ে গেছে।”

তিনি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আমরা কি এখনও সত্যের প্রহরী, নাকি এই প্রপাগান্ডার অংশীদার? অনারব দেশপ্রেমী তকমা এড়াতে আমরা মিথ্যার সঙ্গী হয়ে যাচ্ছি?”

ড্রাকার বলেন, "সেন্সরশিপ ইউনিট নিজেই জানে তাদের ভূমিকা বদলে গেছে। আগে তারা সৈন্যদের জীবন বাঁচাত, এখন রাজনীতিবিদদের সম্মান বাঁচায়। আগে গোপনীয়তা রক্ষা করত, এখন স্যাটেলাইট, টুইটার ও টেলিগ্রামে প্রকাশিত তথ্য লুকোতে চায়। এটা এখন নিরাপত্তার নয়, প্রপাগান্ডার প্রশ্ন। আমরা একে 'সামরিক সেন্সর' বললেও আসলে এটি প্রধানমন্ত্রী দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া কিছু নয়—যেখানে তারা নির্দেশনা পাঠায়।"

১৩ জুন ভোররাতে ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায়, যাতে শতাধিক সাধারণ নাগরিকসহ এক ডজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী 'অপারেশন ট্রু প্রমিস-৩' নামে দখলকৃত অঞ্চলে ইসরায়েলের কৌশলগত সামরিক, গোয়েন্দা, শিল্প ও গবেষণা স্থাপনায় জোরালো প্রতিশোধ নেয়। ২৪ জুন ইসরায়েল একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়।#

পার্সটুডে/এমএআর/৯