দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাদের হামলায় আরো ২৬ ফিলিস্তিনি হতাহত
(last modified Thu, 02 Jan 2025 07:44:13 GMT )
জানুয়ারি ০২, ২০২৫ ১৩:৪৪ Asia/Dhaka
  • দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাদের হামলায় আরো ২৬ ফিলিস্তিনি হতাহত

গাজা উপত্যকার দক্ষিণে আবারও ইসরাইলি সেনাদের ভয়াবহ ও নৃশংস হামলায় আরো ২৬ ফিলিস্তিনি হতাহত হয়েছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গাজার দক্ষিণে খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১১ জন শহীদ এবং ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছে।

গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরাইল গৃহহীন বেসামরিক মানুষের ওপর যে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে সারা বিশ্বের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে  বলা হয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে এই অঞ্চলে ইসরাইলি বর্বর হামলায় এ পর্যন্ত ৪৫৫০০ ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ ৮০ হাজারেরেও বেশি আহত হয়েছে।

দখলদার ইসরাইলের এসব বর্বর হত্যাযজ্ঞের সবচেয়ে বেশি শিকার নারী, শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিকরা।

মানবাধিকার রক্ষার দাবিদার পশ্চিমা দেশগুলো যখন নববর্ষ উদযাপন করছে, তখন ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের উপহার দিচ্ছে ২ হাজার পাউন্ডের বোমা।

এ অবস্থায় জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি শিশুদের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।