ইরান গঠনমূলক পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i145570-ইরান_গঠনমূলক_পরমাণু_আলোচনা_শুরু_করতে_প্রস্তুত_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ  আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তেহরান একটি গঠনমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। চীনের ‘সিসিটিভি’ নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানের এ প্রস্তুতির কথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৫ ০৯:৫৭ Asia/Dhaka
  • ইরান গঠনমূলক পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ  আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তেহরান একটি গঠনমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। চীনের ‘সিসিটিভি’ নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানের এ প্রস্তুতির কথা জানান।

আরাকচি বলেন, আলোচনা হতে হবে ‘একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য।’ তিনি আরো বলেন, “আমরা অনতিবিলম্বে একটি গঠনমূলক আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত।”

আলোচনার ধরন সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যে প্রক্রিয়ায় এর আগের পরমাণু চুক্তি করেছি এবারও সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে চাই।  আগের চুক্তিতে আমরা ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতার ব্যাপারে আস্থা তৈরির বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে দিতে পেরেছিলাম। সেই একই ভিত্তিতে এবারের আলোচনা শুরু হতে পারে।”

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান জেসিপিওএ নামক পরমাণু সমঝোতা সই করেছিল। আগামী ১৩ জানুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জেনেভায় ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে বলে কথা রয়েছে।

আরাকচি তার সাক্ষাৎকারে বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে আলোচনার পর আমরা জেসিপিওএ স্বাক্ষর করতে পেরেছিলাম যাকে গোটা বিশ্ব কূটনীতির বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিল। তিনি বলেন, ইরান উন্নত লক্ষ্য সামনে রেখে ওই চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছিল কিন্তু মার্কিন সরকার কোনো কারণ ছাড়াই সেটি থেকে বেরিয়ে গিয়ে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ছিল বড় ধরনের কৌশলগত ভুল। ইরান এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় এবং ওয়াশিংটন তার প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে দেয়। কিন্তু এই পরিস্থিতির অবসান হওয়া দরকার।#

 পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।