উত্তর গাজায় প্রচণ্ড সংঘর্ষে ৪ ইসরাইল সেনা নিহত, আহত ৬
(last modified Sun, 12 Jan 2025 03:32:32 GMT )
জানুয়ারি ১২, ২০২৫ ০৯:৩২ Asia/Dhaka
  • নিহত ৪ দখলদার সেনা
    নিহত ৪ দখলদার সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রচণ্ড সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের চার সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে। গতকাল (শনিবার) উত্তর গাজার বেইত হানুন এলাকায় এসব সেনা হতাহত হয়। 

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী তাদের সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে বলেছে, এই চার সেনা মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকায় মোট সেনা নিহতের সংখ্যা দাঁড়ালো ৪০২-এ। দখলদার সামরিক বাহিনী বলছে, যে ৬ জন সেনা আহত হয়েছে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত চার সেনার মধ্যে একজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, বেইত হানুন এলাকায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটার পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি সেনাদের ওপর গুলি চালায়। 

সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আগ্রাসন জোরদার করেছে। বর্তমানে বেইত হানুন এলাকায় তারা বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর আগে জাবালিয়া এবং বেইত লাহিয়া এলাকায় একইভাবে আগ্রাসন চালিয়ে এলাকা দুটিকে প্রায় মাটির সাথে মিশিয়ে দেয়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ব্যাপকভাবে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ইসরাইলের গণমাধ্যমগুলো বলছে, গাজার উত্তরাঞ্চলে অভিযান চালাতে গিয়ে অন্তত ৪৮ জন সেনা মারা গেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২