ট্রাম্পের শপথের আগেই একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া
(last modified Tue, 14 Jan 2025 12:12:57 GMT )
জানুয়ারি ১৪, ২০২৫ ১৮:১২ Asia/Dhaka
  • ট্রাম্পের শপথের আগেই একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট থাকাকালে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনার ব্যবস্থা করেছিলেন ট্রাম্প। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দেশটির সামরিক বাহিনী বলেছে, এসব ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং-মোক বলেছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়া জানায়, মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম'র সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) সফল পরীক্ষা তদারকি করেন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।