বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বাদ দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধের ওপর আবারও জোর দিয়েছেন।
গতকাল (বুধবার) ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি আবারও এ বিষয়ে পরামর্শ দেন।
তিনি বলেন, আজ আমাদের অন্যতম সমস্যা হলো ডলারের উপর নির্ভরশীলতা। (ব্রিকসের সদস্য) দেশগুলোও এটা বুঝতে পেরেছে। আমাদের দেশেও বাণিজ্যে যতটা সম্ভব ডলারের ব্যবহার বন্ধ করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক ক্যাম্পেইনে বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃঢ় পদক্ষেপ। এর ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তবে আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি আরও শক্তিশালী হবেন।
সর্বোচ্চ নেতা বলেন, নিষেধাজ্ঞায় আক্রান্ত যেকোনো দেশের দায়িত্ব হলো অভ্যন্তরীণ সক্ষমতার উপর যতটা সম্ভব মনোযোগ দেওয়া, সেই সক্ষমতার ওপর গুরুত্বারোপ করা এবং সেগুলোকে কাজে লাগানো। আমাদের একটি সক্ষমতা হলো ব্রিকসের মতো জোটের সঙ্গে থাকা। এটা একটা বড় সুযোগ, বিশেষ করে ব্রিকসের আর্থিক ব্যবস্থা এবং ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেন ব্যবস্থা। এগুলো বাস্তবায়িত হলে তা অনেক সাহায্য করবে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।