গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ
-
গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে দেখা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ইসরাইলি টিভি চ্যানেল থার্টিন উচ্চপদস্থ ইহুদিবাদী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতরাতে ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে দেখা করেছেন। আড়াই ঘন্টা ধরে চলা ওই বৈঠকে উভয় পক্ষ গাজা উপত্যকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
আল-আলম টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে গাজা উপত্যকার নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি নিয়ে আমেরিকা গুরুত্ব সহকারে ভাবছে। তারা জোর দিয়ে বলেছেন: বৈঠকে উত্থাপিত বিষয়গুলো 'কেবলই ফাঁকা বুলি' নয়।
এ বিষয়টি নিয়ে নেতানিয়াহু আগামী রোববার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন এবং বৃহস্পতিবার ইসরাইলে ফিরে যাবেন। এ কারণে নেতানিয়াহু আগামী সপ্তায় তার জিজ্ঞাসাবাদমূলক সকল অধিবেশন বাতিল করার অনুরোধ করেছেন। ইসরাইলি অ্যাটর্নি জেনারেলের অফিসও তার ওই অনুরোধে সম্মতি দিয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নেতানিয়াহু এরইমধ্যে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করার আমন্ত্রণ পেয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে এটিই বিদেশী কোনো কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক হতে যাচ্ছে।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।