সংসদের দু’কক্ষের অধিবেশন কয়েক দফা মুলতুবি
শিকল বেঁধে অবৈধ ভারতীয়দের প্রত্যর্পণের ব্যাখ্যা জয়শঙ্করের
-
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
আমেরিকা থেকে ২০৫ জন অবৈধ ভারতীয়কে হাতকড়া পরিয়ে শেকলে বেঁধে দেশটির অমৃতসরে ফেরত পাঠানোকে কেন্দ্র করে আজ রাজ্যসভায় বিক্ষোভের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বিরোধীদের বিক্ষোভের মুখে জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। তিনি বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। আর এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের সঙ্গেই হচ্ছে। অবৈধদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া উচিত।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া-শিকলের পক্ষেই কথা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, মহিলা ও শিশুদের শিকল ও হতাকড়া পরানো হয়নি।
তবে পিটিআইর খবরে বলা হয়েছে, অমৃতসরে ফেরত আসা অবৈধ অভিবাসীদের কয়েক জন জানিয়েছেন, পুরো বিমানযাত্রাতেই তাদের হাত-পা বাঁধা ছিল।
প্রসঙ্গত, বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালকও ছিলেন।
জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ যদিও সংবাদ সংস্থা তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।
ইউপিএ জমানায় তথ্য-পরিসংখ্যান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দাবি, অতীতেও আমেরিকা অবৈধভাবে অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠিয়েছে। শিকলকাণ্ডের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের ফলে বৃহস্পতিবার সংসদের দু’কক্ষের অধিবেশন কয়েক দফা মুলতুবি করা হয়।#
পার্সটুডে/জিএআর/৬