পরমাণু সমঝোতার দর্শন অব্যাহত রাখার ব্যাপারে আরাকচির সাথে একমত: রাফায়েল গ্রোসি
(last modified Thu, 20 Feb 2025 13:14:24 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১৯:১৪ Asia/Dhaka
  • আরাকচি ও রাফায়েল গ্রোসি
    আরাকচি ও রাফায়েল গ্রোসি

পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র মহাপরিচালক বলেছেন: আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হয়েছি যে পরমাণু সমঝোতার দর্শন অব্যাহত থাকতে পারে। রাফায়েল গ্রোসি টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রাশিয়ারসংবাদ সংস্থা তাস-এর বরাত দিয়ে আল-আলম জানিয়েছে, জাপান সফরকারী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি টোকিওতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু সমঝোতা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেছেন: ইরানের পারমাণবিক ইস্যুতে নেওয়া যৌথ কর্মপরিকল্পনা পুরানো। ইরানের সাথে অবশ্যই একটি চুক্তির জন্য নতুন ফর্ম্যাট খুঁজতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পার্সটুডে আরও জানায়, গ্রোসি দাবি করেন: পরমাণু সমঝোতা একটি খালি খোলস। আমার মনে হয় না কেউ এখন মনে করে যে এই সমঝোতা কোনও ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় এটি একটি চুক্তি ছিল এবং কিছুদিন বাস্তবায়নও হয়েছিল। কিন্তু এখন এর গ্রহণযোগ্যতা সম্পর্কে স্পষ্ট করেই বলা যেতে পারে-কারিগরি দিক থেকে এটি সম্পূর্ণরূপে কার্যকর নয়।

আইএইএ'র মহাপরিচালক আরও বলেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এক বৈঠকে উভয়পক্ষ একমত হয়েছে যে 'পরমাণু সমঝোতা' দর্শন এখনও অব্যাহত থাকতে পারে। তবে ইরানকে প্রমাণ করতে হবে তাদের কর্মসূচিতে পারমাণবিক অস্ত্রের কোনও স্থান নেই।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।