যেকোনো দেশের কাছে ‘শাহেদ’ ড্রোন বিক্রি করতে পারবে ইরান: স্থায়ী মিশন
(last modified Sat, 22 Feb 2025 04:34:41 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:৩৪ Asia/Dhaka
  • ইরানি ড্রোন
    ইরানি ড্রোন

ইরানের ‘শাহেদ’ ড্রোন অন্যান্য দেশের কাছে বিক্রি করার ব্যাপারে কোনো ‘আইনি বাধা নেই’ বলে জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। রাশিয়া এই ড্রোনটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে কোনো কোনো মার্কিন গণমাধ্যম দাবি করার পর একথা জানাল ইরানের স্থায়ী মিশন।

মিশনের পক্ষ থেকে গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বলা হয়েছে, শাহেদ হচ্ছে নজরদারি, শনাক্তকরণ ও হামলার কাজে ব্যবহার উপযোগী বিশ্বের সর্বাধুনিক একটি ড্রোন। পাশাপাশি এটির দাম অত্যন্ত সাশ্রয়ী।

ইরানের স্থায়ী মিশনের পোস্টে আরো বলা হয়েছে, ড্রোনটি বিক্রি করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। বিশ্বের যেকোনো দেশ অপর দেশের আগ্রাসন থেকে আত্মরক্ষা করার কাজে ব্যবহার করার জন্য এটি কেনার অর্ডার দিতে পারে।

ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা ইরানের কথিত একটি ড্রোন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কনফারেন্সের প্রদর্শন করা হয়েছে। ইরানের পক্ষ থেকে কথিত হুমকি তুলে ধরার জন্য ওই রাজনৈতিক কনফারেন্সের আয়োজন করা হয়।

পশ্চিমা সূত্রগুলো দাবি করেছে, এটি ইরানের শাহেদ মডেলের ড্রোন এবং রাশিয়া এটির নাম দিয়েছে ‘জেরান-২’। ড্রোনটি ইউক্রেনে হামলার কাজে ব্যবহার করেছে রাশিয়া।  তবে ইরান ও রাশিয়া উভয় দেশ ইউক্রেনে ব্যবহার করার জন্য তেহরান থেকে মস্কোকে কোনো ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করে এসেছে। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।