‘ইউক্রেনকে ধ্বংস হতে দিয়েছেন জেলেনস্কি’
জেলেনস্কির উপস্থিতি মোটেও জরুরি নয়, তিনি আলোচনাকে জটিল করেন: ট্রাম্প
-
ট্রাম্প
কোনো বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি ‘মোটেও জরুরি নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি কেবল আলোচনাকে জটিল করে তোলেন।
ট্রাম্প মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের এ সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে প্রধান অন্তরায় ছিলেন জেলেনস্কি। ট্রাম্প বলেন, “গত তিন বছর ধরে তিনি সকল বৈঠকে উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিজেই জানতেন না তিনি করছেন।”
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাক্ষাৎ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্রে প্রস্তুত করা ছিল ওই সাক্ষাতের উদ্দেশ্য। চার ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত ওই বৈঠককে ল্যাভরভ ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে আরো বলেন, তিন বছর ধরে যুদ্ধ বন্ধ করার চুক্তি করতে দেননি জেলেনস্কি। অথচ তাকিয়ে দেখুন তার দেশের অবস্থা কী হয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন দিতে অস্বীকারকারী জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, দেশে জেলেনস্কির জনপ্রিয়তা তলানিতে রয়েছে। ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় পেরিয়ে গেলেও ‘যুদ্ধ চলছে’ অজুহাতে নির্বাচন দিতে অস্বীকৃতি জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধের জন্য অন্যরা দায়ী। মার্কিন প্রেসিডেন্ট তার পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন, ২০২২ সালে তিনি হোয়াইট হাউজে থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। #
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।