আমেরিকা সফর ব্যর্থ
জেলেনস্কিকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আমেরিকায় ব্যর্থ সফর শেষে ব্রিটেনে পৌঁছান জেলেনস্কি। সেখানে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন স্টারমার।
ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী স্টারমারের সরকারি দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত হয় দুই নেতার বৈঠক। সেখানে স্টারমার আশ্বস্ত করেছেন যে, তিনি জেলেনস্কির সঙ্গেই আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রচণ্ড বাগবিতণ্ডা ও আমেরিকায় ব্যর্থ সফরের পর জেলেনস্কি ব্রিটেন সফর করছেন।
শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে বের হয়ে যেতে বলা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। পৌঁছেই তিনি স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন।
মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে লন্ডনে এই বৈঠক করলেন তারা। আমেরিকা পাশে না থাকলেও ইউরোপ ও ব্রিটেন জেলেনস্কির পাশে থেকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নে এই সমর্থন একচেটিয়া হবে না। জোটের কিছু দেশ এরইমধ্যে ইউক্রেন যুদ্ধে আর সমর্থন না দেয়ার কথা জানিয়েছে।# পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২