এবার ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছে আমেরিকা
(last modified Thu, 06 Mar 2025 04:45:06 GMT )
মার্চ ০৬, ২০২৫ ১০:৪৫ Asia/Dhaka
  • এবার ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছে আমেরিকা

রাশিয়ার সাথে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে গোয়েন্দা সহায়তা স্থগিত করেছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন। কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আমাদের নিরাপত্তা সম্পর্কের সবকিছু স্থগিত করছি, মূল্যায়ন করছি, দেখছি" সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা কত সময়ের জন্য গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে দুই কর্মকর্তাই বলেন, এটি স্বল্পস্থায়ী হতে পারেতারা জানান, প্রেসিডেন্ট জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে জেলেনস্কির ব্যাপক বাগবিতণ্ডা হয়।

র‍্যাটক্লিফ বলেন, "আমি মনে করি সামরিক ফ্রন্ট এবং গোয়েন্দা ফ্রন্টে ট্রাম্প যে স্থগিতাদেশ দিয়েছেন তা অব্যাহত থাকবে।"

ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন