সতর্কতা জারি
পাকিস্তানে চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলায় চালক আহত, ৪০০ যাত্রী জিম্মি
-
ট্রেনে হামলার প্রতীকী ছবি
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে গুলি বর্ষণের ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।
রেল কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ (মঙ্গলবার) সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল 'জাফর এক্সপ্রেস' নামের ট্রেনটি। কাচ জেলার পেরু কানরি এলাকার পাহাড়ি অঞ্চলে পৌঁছার পর ট্রেনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ট্রেনে চারশ'র মতো যাত্রী ছিল।
রেল কর্তৃপক্ষ জানায়, জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হলে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা।
জিও নিউজ জানিয়েছে, হামলাকারীরা প্রথমে একটি রেললাইন উড়িয়ে দেয় এবং পরে ৪০০ জনেরও বেশি যাত্রী বহনকারী ট্রেনে গুলি চালায়।
এক বিবৃতিতে গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বলেছে, তাদের হামলায় ছয়জন নিহত হয়েছে এবং ট্রেনটি থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষকে জিম্মিও করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে বেলুচিস্তান সরকার 'জরুরি পদক্ষেপ' নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে প্রদেশের সরকারি সব প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সমস্ত চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মীদের সিভিল হাসপাতালে তলব করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি ওয়ার্ড খালি করা হয়েছে।
এর আগে, গত নভেম্বরে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা। এতে বেসামরিক পোশাক পরিহিত ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। ওই সৈন্যরা ছুটি কাটাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে চড়ার কয়েক মিনিট আগে আক্রান্ত হয়েছিলেন।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে দেশে সন্ত্রাসী হামলার তীব্র আকার, যা আগের মাসের তুলনায় ৪২% বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী বেলুচিস্তানেও জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সেখানে কমপক্ষে ২৪টি হামলা হয়েছে, যার ফলে ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা কর্মী, ছয়জন বেসামরিক নাগরিক এবং নয়জন জঙ্গি রয়েছে।#
পার্সটুডে/এমএআর/১১