তেলমন্ত্রী ও কয়েকটি তেল ট্যাংকারের ওপর আক্রোশ
ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে আবার নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন
-
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ
মার্কিন সরকার ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদসহ তার দেশের কয়েকটি তেল ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ট্যাংকারের সাহায্যে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে চিঠি পাঠানোর কয়েক দিনের মাথায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
ট্রাম্পের চিঠিটি সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বৃহস্পতিবার তেহরানের কাছে হস্তান্তর করেছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।
কিন্তু যেদিন ওই চিঠি তেহরানের কাছে পৌঁছেছে বলে জানানো হলো সেদিনই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পাকনেজাদের পাশাপাশি চীনের কাছে ইরানি তেল বিক্রিতে জড়িত তিনটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি ওই তিন তেল ট্যাংকারের নামও ঘোষণা করেন যাতে কোনো দেশ এসব ট্যাংকারের সঙ্গে লেনদেন না করে।
মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন, পাকনেজাদ তেল বিক্রির শত শত কোটি ডলার অর্থ সমরাস্ত্র তৈরি করে তা রপ্তানি করার কাজে ব্যবহার করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিয়েছেন।
আলোচনার প্রস্তাব দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করার এই পদক্ষেপকে ইরানের প্রতি আমেরিকার চরম বৈরি আচরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪