ইয়েমেনে বলপ্রয়োগ না করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানাল রাশিয়া
(last modified Mon, 17 Mar 2025 05:15:35 GMT )
মার্চ ১৭, ২০২৫ ১১:১৫ Asia/Dhaka
  • ইয়েমেনে বলপ্রয়োগ না করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানাল রাশিয়া

ইয়েমেনে বলপ্রয়োগ করা হতে বিরত থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।

ওই ফোনালাপের বরাত দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে আর যাতে কোনো রক্তপাত না হয় সেজন্য বলপ্রয়োগের পরিবর্তে ইয়েমেন নিয়ে সংলাপের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন ল্যাভরভ।

ইয়েমেনে ইঙ্গো-মার্কিন ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩১ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর রুবিওর সঙ্গে ফোনে কথা বললেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার রুশ সমকক্ষকে ইয়েমেনে হামলার বিষয়ে অবহিত করেন।

ইয়েমেনে সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর শনিবার রাতে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার এই দরিদ্র দেশটির বিরুদ্ধে ‘অত্যধিক প্রাণঘাতী বলপ্রয়োগের’ হুমকি দেয়ার পর এ হামলা হয়।

এর আগে শনিবারই ট্রাম্প এক এক্স বার্তায় ঘোষণা করেছিলেন, তিনি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও শক্তিশালী সামরিক হামলার’ নির্দেশ দিয়েছেন। যদিও ইঙ্গো-মার্কিন বাহিনী স্রেফ বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। ট্রাম্পের এক্স বার্তায় বলা হয়, “আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অত্যধিক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যাব।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭