ইরানের শহীদ রাজায়ী বন্দরের আগুন নিয়ন্ত্রণে
https://parstoday.ir/bn/news/event-i148796-ইরানের_শহীদ_রাজায়ী_বন্দরের_আগুন_নিয়ন্ত্রণে
ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে একটি শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৭, ২০২৫ ১২:০৬ Asia/Dhaka
  • ইরানের শহীদ রাজায়ী বন্দরের আগুন নিয়ন্ত্রণে

ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে একটি শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল (রোববার) হরমুজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে অজ্ঞাত কারণে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছেন। আহতদের হরমুজগান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হরমুজগানের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক বলেছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। তবে কারণ এখনও সুস্পষ্ট নয়। তবে  ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বন্দরে থাকা কনটেইনারগুলোয় রাসায়নিকের অনিরাপদ মজুত বিস্ফোরণের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিস্ফোরণের কারণ কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক।’

হোসেইন জাফারি আরও বলেন, এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, সম্ভাব্য বিপদের কথা বলেছিলেন।

দুর্ঘটনার পর, নিরাপত্তা ও জরুরি দলগুলো এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করায় বন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়। সম্ভাব্য ব্যাপক হতাহতের প্রস্তুতির জন্য কর্তৃপক্ষ অবিলম্বে বন্দর আব্বাসের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

রাজধানী তেহরানের ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজায়ী ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে কৌশলগত অবস্থানে রয়েছে, যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।#

পার্সটুডে/এসএ/২৭