বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার
(last modified Thu, 01 May 2025 10:05:30 GMT )
মে ০১, ২০২৫ ১৬:০৫ Asia/Dhaka
  • বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা।

গতকাল(বুধবার ৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সভাটি আয়োজন করেন এপিপিজির চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। এতে অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বাংলাদেশের স্বচ্ছতা, উন্নয়ন অগ্রগতি এবং বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ তুলে ধরেন।

সংখ্যালঘু ইস্যুতে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য মাঠপর্যায়ে পর্যবেক্ষণের সুযোগ রয়েছে এবং অতীতে যেসব ভিসা সংক্রান্ত জটিলতা ছিল, তা এখন অনেকটাই সহজ হয়েছে।

তিনি বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি ‘একপাক্ষিক’ ধারণা ছড়ানো হচ্ছে, যা উদ্বেগজনক।

এ সময় হাইকমিশনার আবিদা ইসলাম জানান, গত জুলাই-আগস্টে দেশে সংঘটিত গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে সংঘটিত মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত ও বিচারের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অত্যাবশ্যক।

এছাড়া সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা যুক্তরাজ্যে লন্ডনের বাইরেও কনস্যুলার সেবা বিস্তারের আহ্বান জানান এবং বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। উত্তরে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার সকল দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় অংশ ১১ জন ব্রিটিশ এমপি অংশ নেন।#

পার্সটুডে/জিএআর/১