গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলের ড্রোন হামলা, হামাস-হিজবুল্লাহর নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i148976
মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখে যাওয়া একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ওই হামলাটি চালানো হয়।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
মে ০২, ২০২৫ ২০:৩৫ Asia/Dhaka
  • মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে।
    মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে।

মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখে যাওয়া একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ওই হামলাটি চালানো হয়।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হামলার জন্য ইসরাইলকে দায়ী করে সংগঠনটি বলছে, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোয় বড় ধরনের ফাটল দেখা দেয়।

এদিকে, গাজামুখী ফ্রিডম ফ্লোটিলায় ইসরাইলি হামলাকে 'সন্ত্রাসবাদ, সামুদ্রিক জলদস্যুতা' বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহ বলেছে, মানবিক মিশনে হামলা প্রমাণ করে যে, ইসরাইল আন্তর্জাতিক আইন, কনভেনশনের প্রতি কোন শ্রদ্ধা রাখে না।

ত্রাণবাহী জাহাজটি বর্তমানে মাল্টা উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকারকর্মীরা ছিলেন। তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, জাহাজের ওপর আগুন জ্বলছে ও বিস্ফোরণ ঘটছে।

জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সবাই সুস্থ আছেন। জাহাজটিকে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি টাগ বোটকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২