হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/event-i150518
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2025-07-19T15:02:30+00:00 )
জুলাই ১৯, ২০২৫ ২০:৪৪ Asia/Dhaka
  • ডা. শফিকুর রহমানের পাশে মির্জা ফখরুল ইসলাম
    ডা. শফিকুর রহমানের পাশে মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) সন্ধ্যায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের আমিরকে দেখতে যান তিনি। তার সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও। এসময় চিকিৎসকদের কাছ থেকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন তারা।

জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।

হাসপাতালে নেওয়ার কিছু সময় পরই ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, জামায়াত আমির ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ইসিজি করা হয়েছে। এখন এমআরআই করা হচ্ছে।#

পার্সটুডে/জিএআর/১৯