তাইওয়ান প্রণালিতে কানাডা-অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ; চীনের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i151782-তাইওয়ান_প্রণালিতে_কানাডা_অস্ট্রেলিয়ার_যুদ্ধজাহাজ_চীনের_ক্ষোভ
চীন কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালির সংবেদনশীল জলসীমা অতিক্রমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। গত শনিবার চীনের সামরিক বাহিনী বলেছে, তারা এই ঘটনাকে ‘সমস্যা সৃষ্টির চেষ্টা ও উসকানি’ হিসেবে দেখছে।
(last modified 2025-09-07T15:12:53+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৫ ২১:১৯ Asia/Dhaka
  • তাইওয়ান প্রণালিতে কানাডা-অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ; চীনের ক্ষোভ

চীন কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালির সংবেদনশীল জলসীমা অতিক্রমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। গত শনিবার চীনের সামরিক বাহিনী বলেছে, তারা এই ঘটনাকে ‘সমস্যা সৃষ্টির চেষ্টা ও উসকানি’ হিসেবে দেখছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, কানাডার যুদ্ধজাহাজ ভিল দ্য কুবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড-মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ ব্রিসবেন তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এ সময় চীনের সেনারা যুদ্ধজাহাজ দুটিকে অনুসরণ ও সতর্ক করেছে।

পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কানাডা ও অস্ট্রেলিয়ার এই ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দিচ্ছে এবং অঞ্চলের নিরাপত্তাজটিলতা বাড়াচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানিয়েছে, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির এইচএমএএস ব্রিসবেন ৬ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এটি আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে, নৌ চলাচলের অংশ হিসেবে করা হয়েছে।

মুখপাত্র আরও জানিয়েছেন, কানাডার যুদ্ধজাহাজ এইচএমসিএস ভিল দ্য কুবেকও একই সময় ওই প্রণালি অতিক্রম করেছে। অস্ট্রেলিয়ার নৌ ও বিমানবাহিনী আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখবে এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন মেনে চলবে।

কানাডার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, “বর্তমানে তাইওয়ান প্রণালিতে থাকা আমাদের জাহাজগুলোর যাত্রাপথ নিয়ে মন্তব্য করা হবে না।” তবে তিনি উল্লেখ করেছেন, ভিল দ্য কুবেক বর্তমানে অপারেশন হরাইজন-এ অংশগ্রহণ করছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাকে লক্ষ্য করে।

কানাডার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ মহড়ায় অংশ নিয়েছে।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালির পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যথাযথ নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে জাহাজ পরিচালনা করে। মাঝে মাঝে এর সঙ্গে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধজাহাজও থাকে। এসব দেশ এবং তাইওয়ান প্রণালিটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে।

তবে চীন দাবি করে, তাইওয়ান প্রণালি তার আঞ্চলিক জলসীমার অংশ। স্বশাসিত দ্বীপ তাইওয়ান এই দাবিকে প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।