তাজা খবর:
সিরিয়ার হোমস, লাতাকিয়া ও পালমিরায় ইসরায়েলি বিমান হামলা
পার্সটুডে- সংবাদসূত্রগুলো জানিয়েছে যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার মধ্যাঞ্চলের হোমস এবং দেশটির পশ্চিমাঞ্চলের লাতাকিয়া শহরের উপকণ্ঠে হামলা চালিয়েছে।
সিরিয়ার টেলিভিশন জানিয়েছে যে মধ্যাঞ্চলের হোমস শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত মধ্যরাতের পর আজ খুব ভোরের দিকে এইসব হামলা চালানো হয়।
সিরিয়ার টিভি জানিয়েছে যে ইসরায়েলি জঙ্গি বিমান হোমসের আল-আওরাস এলাকার আশেপাশের বিমান প্রতিরক্ষা কলেজে হামলা চালিয়েছে।
বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে যে নতুন ইসরায়েলি হামলায় সিরিয়ার পালমিরার পথে এয়ার ডিফেন্স কলেজের ভিতরে একটি গোলাবারুদ ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পশ্চিম সিরিয়ার লাতাকিয়া শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সুকোবিন এলাকার আশেপাশে ইসরায়েলি হামলারও খবর দিয়েছে সংবাদ সূত্রগুলো।
সিরিয়ার সংবাদমাধ্যমগুলো বলেছে যে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো পশ্চিম সিরিয়ার লাতাকিয়া শহরের আশেপাশের সুকোবিন এলাকায় একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।
সিরিয়ার জোলানি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এইসব বিমান হামলা তীব্র নিন্দা জানিয়ে এসব হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার লংঘন বলে উল্লেখ করেছে। #
পার্স টুডে/এমএএইচ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।