ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিউইয়র্কে পৌঁছেছেন
https://parstoday.ir/bn/news/event-i152224-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_নেতৃত্বে_একটি_কূটনৈতিক_প্রতিনিধিদল_নিউইয়র্কে_পৌঁছেছেন
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ (সোমবার,২২ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য তার নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে পৌঁছেছেন তিনি ।
(last modified 2025-09-22T11:42:27+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১৬:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ (সোমবার,২২ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য তার নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে পৌঁছেছেন তিনি ।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক ভ্রমণকারী ইরানি কূটনৈতিক পরিষেবার প্রধানকে জন এফ কেনেডি বিমানবন্দরে স্বাগত জানান ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কূটনৈতিক প্রতিনিধিদলে রয়েছেন তার দুই ডেপুটি, মাজিদ তখত-রাভানচি এবং কাজেম গারিবাবাদী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি এবং তার তিন সহকারী, যার মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং আমেরিকার মহাপরিচালক জাহরা এরশাদি।

এই সফরে আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে থাকবেন এবং জাতিসংঘের এজেন্ডা সম্পর্কিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করবেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবেন।

এই সফরকালে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বিভিন্ন দেশের সমপক্ষদের সাথে দেখা করবেন এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) নিউ ইয়র্কে সংস্থার সদর দপ্তরে শুরু হবে। জাতিসংঘের এই বার্ষিক সমাবেশে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নেতা এবং প্রতিনিধিগণ বৃহত্তম বৈশ্বিক সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘ মহাসচিবের মতে, প্রায় ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এই বছরের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলবে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।