ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী নারী ক্রীড়াবিদকে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা
-
ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামিক সলিডারিটি গেমসে ইরানের নারী ক্রীড়াবিদ ফেরেশতে হাসানজাদে 'মুয়ে থাই' বক্সিংয়ে রৌপ্যপদক অর্জন করেছেন।
ফাইনাল ম্যাচের পর তিনি গণমাধ্যমকে বলেছেন, “আমি স্বর্ণপদক জিততে চেয়েছিলাম এবং তা সর্বোচ্চ নেতাকে দিতে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম। আশা করি তিনি আমার এই রৌপ্যপদকটি গ্রহণ করবেন।”
কয়েকদিন আগে আয়াতুল্লাহ খামেনেয়ী এই ক্রীড়াবিদের এই বার্তা পাওয়ার পর ফেরেশতে হাসানজাদেকে উদ্দেশ্য করে লিখেছেন:
“তাকে আমার সালাম ও ধন্যবাদ পৌঁছে দিয়ে বলুন: হে মেয়ে আমার, স্বর্ণপদকের চেয়েও মূল্যবান তোমার পরিশ্রম, চেষ্টা, ঈমান ও আত্মবিশ্বাস।”
ফেরেশতে হাসানজাদে সর্বোচ্চ নেতার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজের পেজে প্রকাশ করেছেন।
সৌদি আরবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন