চাঞ্চল্যকর স্বীকৃতি
দুবার ইরানের সরকার পতনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন প্রতিনিধি
-
সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক
পার্স-টুডে: সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেছেন যে ওয়াশিংটন অতীতে দুবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি।
শুক্রবার দ্য ন্যাশনাল সংবাদপত্রে প্রকাশিত সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক আইএমআই মিডিয়া গ্রুপের সাথে এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন যে ১৯৪৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রায় ৯৩টি অভ্যুত্থান বা "রেজিম পরিবর্তনের" প্রচেষ্টা চালিয়েছে, যার মধ্যে ইরানেও দু'টি অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়েছিল যার কোনওটিই সফল হয়নি।
",ইরানে ইতিমধ্যেই দুটি রেজিম বা সরকার পরিবর্তন করা হয়েছে। একটিও কাজ করেনি। তাই আমি মনে করি এটি সমাধানের জন্য অঞ্চলের উপর ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ," বলেছেন ব্যারাক, যিনি তুরস্কে মার্কিন রাষ্ট্রদূতও।
তেহরান-ওয়াশিংটন পরমাণু আলোচনার ঠিক মাঝখানেই ইরানে বোমা হামলায় ইসরায়েলের সাথে যোগ দেওয়ার ছয় মাস পর এই মন্তব্য করা হল। ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি অবৈধ আগ্রাসন শুরু করে, যার ফলে কমপক্ষে ১,০৬৪ জন নিহত হয় এবং বেসামরিক অবকাঠামোগম লক্ষ্যবস্তুগুলো ওই আগ্রাসনে ইসরায়েলি আঘাতের শিকার হওয়া।
এক সপ্তাহেরও বেশি সময় পরে, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনা - ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানকে - লক্ষ্যবস্তু করে। ২৪শে জুন, ইরান সফল প্রতিশোধমূলক অভিযান পরিচালনার পর অপরাধী আগ্রাসন প্রতিরোধ ও থামিয়ে দিতে সক্ষম হয়। #
পার্স টুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।