ইরানের সাথে যেকোনো সমস্যা এ অঞ্চলের সব দেশকে প্রভাবিত করবে: কাতার
https://parstoday.ir/bn/news/event-i154828-ইরানের_সাথে_যেকোনো_সমস্যা_এ_অঞ্চলের_সব_দেশকে_প্রভাবিত_করবে_কাতার
কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে ইরানের সাথে যেকোনো সমস্যা এ অঞ্চলের দেশগুলোর জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনবে।
(last modified 2025-12-07T12:15:05+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৮:১১ Asia/Dhaka
  • কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল
    কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল

কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে ইরানের সাথে যেকোনো সমস্যা এ অঞ্চলের দেশগুলোর জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনবে।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আজ তার বক্তৃতায় জোর দিয়ে বলেছেন: আমরা ইরানের পারমাণবিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করছি না। তাই ইরানের সাথে যেকোনো সমস্যার পরিণতি এবং প্রভাব পড়বে অঞ্চলের সব দেশের উপর।

তিনি আরও বলেন: হামাসের সাথে আমাদের সম্পর্ক ১৩ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে। এই সম্পর্কের কারণে, আমরা সমালোচনা এবং হুমকিরও মুখোমুখি হয়েছিলাম। হামাসের সাথে আমাদের সম্পর্ক গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের মুক্তির পথ প্রশস্ত করেছে। আমাদের সমর্থন ছিল গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি, হামাস আন্দোলনের প্রতি নয়। হামাসকে কাতারের আর্থিক সহায়তার দাবিও ভিত্তিহীন।

মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন: সংঘাতে জড়িত একটি পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশকে আক্রমণ করে কথা বলা অনৈতিক এবং অর্থহীন। দোহায় ইসরায়েলি আক্রমণ তখনই ঘটে যখন আমরা হামাসকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি করানোর চেষ্টা করছিলাম।

তিনি আরও বলেন: "আমরা ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রাখব। গাজার বাসিন্দারা তাদের ভূমি ছেড়ে যেতে চায় না এবং কেউ তাদের জোর করতে পারে না।"#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।