ইরান ও হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর বাগাড়াম্বরপূর্ণ কথাবার্তা
https://parstoday.ir/bn/news/event-i154832-ইরান_ও_হামাসের_বিরুদ্ধে_নেতানিয়াহুর_বাগাড়াম্বরপূর্ণ_কথাবার্তা
ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরান ও হামাসের বিরুদ্ধে আজগুবি কথাবার্তা বলে দাবি করেছেন আমরা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেব না।
(last modified 2025-12-07T12:38:36+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৮:৩৪ Asia/Dhaka
  • ইরান ও হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর বাগাড়াম্বরপূর্ণ কথাবার্তা
    ইরান ও হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর বাগাড়াম্বরপূর্ণ কথাবার্তা

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরান ও হামাসের বিরুদ্ধে আজগুবি কথাবার্তা বলে দাবি করেছেন আমরা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেব না।

আল জাজিরার বরাত দিয়ে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে রবিবার তেল আবিবে জার্মান চ্যান্সেলরকে আতিথ্য প্রদানকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে চুক্তির দ্বিতীয় ধাপ শীঘ্রই বাস্তবায়িত হবে!

তিনি শান্তির সুযোগ সম্পর্কে কথা বলে এবং ইরানের বিরুদ্ধে তার বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা পুনরাবৃত্তি করেন।

নেতানিয়াহু দাবি করেছে: আমরা জার্মান চ্যান্সেলরের সাথে আলোচনা করেছি কিভাবে গাজায় হামাস সরকারকে নির্মূল করা যায় কারণ এটি আমাদের এবং গাজার ভবিষ্যত নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করে বলেছেন: আমরা এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেব না যা আমাদের ধ্বংস করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন: আমরা ফিলিস্তিনিদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চাই, তবে তাদের সন্তানদের ইসরায়েলিদের হত্যা করার প্রশিক্ষণ দেওয়া বন্ধ করতে হবে এবং নদী থেকে সমুদ্র পর্যন্ত নিরাপত্তা সার্বভৌমত্ব সবসময় ইসরায়েলের হাতে থাকবে।

তিনি আরও বলেন: গাজায় এখনও আমাদের একটি লাশ আছে যাদের আমরা ফিরিয়ে আনব।

নেতানিয়াহু দাবি করেন: হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে এবং আমরা তাদের বল প্রয়োগের মাধ্যমে জবাব দেব।

তিনি বলেন: আমি জার্মানি যাব না এবং এর কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় আমার এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর তার ভাবমূর্তি নষ্ট করেছেন। আন্তর্জাতিক আদালতের উচিত আমাদের সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা বন্ধ করা।

নেতানিয়াহু আরও বলেন: যদি আমাকে ক্ষমা না করা হয়, তাহলে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করার আমার কোনও ইচ্ছা নেই।

জার্মান চ্যান্সেলর নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন: আমরা ইসরায়েলের সাথে আছি, তবে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন এবং তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।