প্রচণ্ড ঠাণ্ডায় গাজার শিশুদের মৃত্যু সুস্পষ্ট অপরাধ: হামাস মুখপাত্র
https://parstoday.ir/bn/news/event-i155226-প্রচণ্ড_ঠাণ্ডায়_গাজার_শিশুদের_মৃত্যু_সুস্পষ্ট_অপরাধ_হামাস_মুখপাত্র
পার্সটুডে-ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর মুখপাত্র গাজা উপত্যকায় ঠাণ্ডার কারণে শিশুদের মৃত্যুকে একটি স্পষ্ট অপরাধ বলে মনে করেন।
(last modified 2025-12-18T14:21:11+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৫ ২০:১৫ Asia/Dhaka
  • হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম
    হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম

পার্সটুডে-ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর মুখপাত্র গাজা উপত্যকায় ঠাণ্ডার কারণে শিশুদের মৃত্যুকে একটি স্পষ্ট অপরাধ বলে মনে করেন।

অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডার কারণে গাজা উপত্যকায় শিশুদের মৃত্যুর কথা উল্লেখ করে হামাস মুখপাত্র হাজেম কাসেম আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেন যে শরণার্থীদের, বিশেষ করে শিশুদের, তাঁবুতে উপস্থিতি এবং উপযুক্ত আবাসন সুবিধা ও গরম করার সরঞ্জামের অভাব এই মানবিক ট্র্যাজেডির পেছনে প্রধান কারণ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ৭ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হওয়া গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ৭০ হাজারেরও বেশি শহীদ এবং ১ লাখ ৭১ হাজার আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও ইসরাইলি অপরাধযজ্ঞে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন