আগুন নিয়ে খেলছে আমেরিকা: চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i155232-আগুন_নিয়ে_খেলছে_আমেরিকা_চীনের_হুঁশিয়ারি
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোউ জিয়াকুন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করে বলেছেন, তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া। এই তৎপরতা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন এই মুখপাত্র।
(last modified 2025-12-18T14:48:45+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৫ ২১:০৬ Asia/Dhaka
  • মুখপাত্র
    মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোউ জিয়াকুন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করে বলেছেন, তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া। এই তৎপরতা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন এই মুখপাত্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিনহুয়া বার্তা সংস্থার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গোউ জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘এক চীন’ নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ বিবৃতিকে গুরুতরভাবে লঙ্ঘন করে।

এই চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে।#

পার্সটুডে/এসএ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন