পাকিস্তানে সন্ত্রাসী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত
-
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫
পার্সটুডে-উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজকের বিস্ফোরণকে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন এবং ওই হামলার নিন্দা জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে বোমা বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই কমপক্ষে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হন।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী পাকিস্তানি পুলিশ বাহিনীর ওপর আজকের ওই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে নি। সাম্প্রতিক বছরগুলোতে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী গোষ্ঠী বারবার নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলা এবং গুলি চালিয়ে এসেছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলার ঘটনা বেশি ঘটছে।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন