ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন
https://parstoday.ir/bn/news/event-i156402-ইরান_ও_পাকিস্তানের_পররাষ্ট্রমন্ত্রীরা_ফোনে_আঞ্চলিক_পরিস্থিতি_নিয়ে_আলোচনা_করেছেন
ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2026-01-24T13:54:02+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৬ ১৯:৫১ Asia/Dhaka
  • ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
    ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

রেডিও পাকিস্তানের উদ্ধৃতি দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেছেন।

প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা কথোপকথনে সর্বশেষ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাম্প্রতিক অধিবেশনে তার দেশের প্রতি পাকিস্তান সরকার ও জনগণের সমর্থনের প্রশংসা করেছেন।

গতকাল, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট পদক্ষেপে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির সমর্থনে একটি ইরান-বিরোধী প্রস্তাব গ্রহণ করেছে।

মানবাধিকার কাউন্সিলের একটি জরুরি অধিবেশনে ইরান-বিরোধী এই প্রস্তাব গৃহীত হয়েছে যার বিপক্ষে ৭টি ভোট, পক্ষে ২৫টি ভোট এবং ভোটদানে বিরত থাকা ১৪টি দেশ ভোট দানে বিরত ছিল।

চীন, ভারত, পাকিস্তান, ইরাক, ইন্দোনেশিয়া, কিউবা এবং ভিয়েতনাম এই ইরান-বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

অ্যাঙ্গোলা, মিশর, ইথিওপিয়া, ব্রাজিল, গাম্বিয়া, বুরুন্ডি, কাতার, আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, কেনিয়া, কুয়েত, মালাউই এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রস্তাব থেকে বিরত থাকে। মরিশাসও বৈঠকে অনুপস্থিত ছিল।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।