'শান্তি পরিষদ' কেবল গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: হুইটেকার
-
মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি হুইটেকার
মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ঘোষণা করেছেন যে এই দেশ কর্তৃক গঠিত শান্তি পরিষদের কার্যক্রম কেবল গাজাতেই সীমাবদ্ধ থাকবে না।
রাশিয়া টুডে-র উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সির মতে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটেকার ঘোষণা করেছেন যে ওয়াশিংটন কর্তৃক গঠিত "শান্তি পরিষদ" কেবল গাজাতেই কাজ করবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও বলেছেন: গাজা শান্তি পরিষদ বিশ্বের অন্যান্য অঞ্চলে জটিল সংঘাত সমাধানের জন্য একটি মডেল হওয়া উচিত।
আজ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে, ১৮টি দেশ "শান্তি পরিষদ সনদ" স্বাক্ষর করেছে।
যদিও গাজা যুদ্ধের অবসান ঘটানোর জন্য শান্তি পরিষদ তৈরি করা হয়েছিল, প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে ট্রাম্প এটিকে অন্যান্য সংঘাতেও প্রসারিত করার চেষ্টা করছেন।
গত এক বছরে বিশ্বের অনেক সংঘাতের প্ররোচনাকারী ট্রাম্প নিজেকে একজন শান্তিবাদী বলে দাবি করেছেন এবং নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ঘোষণা করেছেন।
"শক্তির মাধ্যমে শান্তি" হল বিশ্বে শান্তি তৈরির জন্য ট্রাম্পের মতবাদ। "শক্তির সাথে অধিকার" ধারণাটি ট্রাম্পের মতবাদের ভিত্তি।#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন