চণ্ডীগড় পৌর নির্বাচনে আম আদমি পার্টির কাছে বড় ধাক্কা খেল বিজেপি
-
আম আদমি পার্টি
ভারতের পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পৌরসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) কাছে বড় ধাক্কা খেলো ক্ষমতাসীন বিজেপি। একইসঙ্গে আম আদমি পার্টি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।
বিজেপির বিদায়ী মেয়র রবি কে শর্মা তার ওয়ার্ডে পরাজিত হয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং বর্তমান মেয়র রবি কে শর্মা আম আদমি পার্টি (আপ) প্রার্থী দমনপ্রীত সিং ওরফে বাদলের কাছে পরাজিত হয়েছেন৷ তাকে ৮২৮ ভোটে পরাজয় বরণ করতে হয়েছে।
চণ্ডীগড়ে এই প্রথম বার লড়েই বেশ ভালো ফল করেছে আম আদমি পার্টি। নির্বাচন হওয়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জিতেছে ১৪টিতে। বিদায়ী পৌরবোর্ডের শাসকদল বিজেপি জিতেছে ১২টিতে। কংগ্রেস ৮ এবং শিরোমণি অকালি দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর আজ (সোমবার) অরবিন্দ কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘চণ্ডীগড়ের পৌর নিরাচনে আম আদমি পার্টির এই জয় পঞ্জাবে পরিবর্তনের ইঙ্গিত।’
পাঞ্জাবে কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই আম আদমি পার্টি সেখানে প্রভাব বিস্তার করতে সমর্থ হল বলে মনে করছেন বিশ্লেষকরা। আম আদমি পার্টি প্রথমবারের মতো চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে মাঠে নেমে সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ডে জয়ী হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য বিপদের ঘণ্টা বাজিয়েছে বলে মনে করছেন তারা। চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আম আদমি পার্টি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।
২০১৬ সালে পৌরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে জিতেছিল বিজেপি। তাদের সহযোগী শিরোমণি অকালি দল জিতেছিল ১টিতে। কংগ্রেস ৪ এবং নির্দলীয় প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছিলেন।
পঞ্চাবে বিধানসভা নির্বাচনের আগে এই জয় আম আদমি পার্টিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা চণ্ডীগড় পৌরসভা নির্বাচনের ফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের সুশাসনের মডেলে আস্থা রেখেছেন মানুষ।’
সম্প্রতি বেশ কয়েকটি জনমত জরিপে পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি একক বৃহত্তম দল হতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।