করোনা পরিস্থিতির মধ্যে ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ (শনিবার) বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ঘোষণা করা হয়।
করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের ওই ঘোষণায় চিকিৎসকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এ সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ডা. কাজল কৃষ্ণ বণিক বলেন, ‘নির্বাচন কমিশনের আজকের এই ঘোষণা সাধারণভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মানুষ না বাঁচলে কে ভোট দেবে?’
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ। পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ১৪ ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে। মণিপুরে দু’দফায় অর্থাৎ প্রথম দফা ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দ্বিতীয় দফায় নির্বাচন হবে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১০ মার্চ।
মুখ্য নির্বাচন কমিশনার আজ বলেন, কোভিড পরিস্থিতিতে নির্বাচন করা একটা চ্যালেঞ্জ। গত ডিসেম্বের পাঁচ রাজ্য পরিদর্শন করেছেন কমিশনের কর্মকর্তারা।
নির্বাচন কমিশন বলেছে, ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারের উপর বেশি জোর দিতে হবে। পদযাত্রা, রোড শো, র্যা লির উপরে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় এ বার ক্ষমতা ধরে রাখার লড়াই বিজেপি’র। এরমধ্যে প্রথম তিন রাজ্যে গত ৫ বছর ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির। গোয়ায় রয়েছে গত এক দশক ধরে।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।