ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৮:৫১ Asia/Dhaka

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ছবি পোড়ানোর প্রতিবাদে  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা বলেছেন, পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা এক বাড়িতে ঢুকে কাসেম সোলাইমানির ছবি দেখে ক্ষেপে যান এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে দেন। এরপরই গতকাল (মঙ্গলবার) বাদগাম ও বারামুল্লাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মুসলমানেরা। বিক্ষোভকারীরা এ ধরণের আচরণের তীব্র নিন্দা জানান। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের কমান্ডার বিক্ষুব্ধ জনতার সামনে উপস্থিত হয়ে তার সহকর্মীর আচরণের জন্য ক্ষমা চান এবং ইরানের জেনারেল শহীদ কাসেম সোলাইমানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ছবি উঁচিয়ে ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পুলিশ ও জনতা হাতে হাত মিলিয়ে সারা শহরের দেয়ালে জেনারেল সোলাইমানি ও আয়াতুল্লাহ খামেনেয়ীর ছবি লাগিয়ে দেন। এই ঘটনার পর এখন ঐ এলাকার সব দেয়ালে শোভা পাচ্ছে কাসেম সোলাইমানির ছবি।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমান বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত হামলায় শহীদ হন বিশ্বের একনম্বর জেনারেল হিসেবে খ্যাত কাসেম সোলাইমানি। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি বলেছেন, শহীদ কাসেম সোলাইমানি শত্রুদের জন্য জীবিত কাসেম সোলাইমানির চেয়ে বেশি বিপজ্জনক।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ