রামপুরহাটের ঘটনায় পুলিশের ভুল ছিল : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i105760-রামপুরহাটের_ঘটনায়_পুলিশের_ভুল_ছিল_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের সহিংস ঘটনা প্রসঙ্গে বলেছেন, ওই ঘটনায় পুলিশের ভুল ছিল। তিনি আজ (রোববার) শিলিগুড়িতে এক সভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১৮:৩৫ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের সহিংস ঘটনা প্রসঙ্গে বলেছেন, ওই ঘটনায় পুলিশের ভুল ছিল। তিনি আজ (রোববার) শিলিগুড়িতে এক সভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।

মমতা বলেন, ‘পুলিশের ভুল ছিল প্রথমে। একজন খুন হয়ে যাওয়ার পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে, সেই জায়গায় পুলিশের ভুল আছে। আমি এজন্য অ্যাকশন নিয়েছি। থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে, ‘এসডিপিও’কে সরিয়ে দেওয়া হয়েছে। ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। সবাই জানে যারা গ্রেফতার হয়েছে সকলেই তৃণমূলের।’   

তিনি বলেন, ‘পাড়ায় দুটো ক্লাবে গন্ডগোল হলে আমাকে গালাগালি দেবেন? এলাকায় গন্ডগোল যাতে না হয় তা দেখতে হবে। না আমার মুখে কালি লাগিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি মিছিল করবে। আর সিপিএম, কংগ্রেস, বিজেপি তোফা হয়ে সোফায় বসে থাকবে? উন্নাও, হাথরস, লখিমপুরের ঘটনায় কী বিচার হয়েছে? ‘সিবিআই’ তদন্ত হয়েছে? অসমে ‘এনআরসি’ নিয়ে কত লোকের মৃত্যু হল, দিল্লতে কত লোক  মারা গেল। কেউ বিচার পেয়েছে? কর্নাটক, উত্তরপ্রদেশে বিচার হয়েছে?’

তিনি বলেন, ‘কারও কাছে যদি কোনও খবর থাকে, এখানে গন্ডগোল হতে পারে, এখানে হিংসা হতে পারে, তা হলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে জানাবেন। ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ গত ২১ মার্চ রাতে বোমা হামলায় বগটুই গ্রামে রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল  পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে ভয়াবহ ওই সহিংসতায়  শিশু ও নারীসহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়।ওই ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার বিরোধীদের চাপের মুখে পড়েছে। সংসদেও এনিয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলীয় এমপিরা। ২৫ মার্চ কোলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত শুরু হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।