এপ্রিল ০৭, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে ‘পেট্রোল-ডিজেলের একনাগাড়ে মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে’ বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য  সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের বিষয়। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু তো করছেই না। অধিকন্তু ১৫ দিনে ১৬ বার দাম বাড়িয়ে দিয়েছে। পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ৮০০টা জীবনদায়ী ওষুধের দাম এমনকী প্যারাসিটামল থেকে শুরু করে ডায়াবেটিকের ওষুধ থেকে শুরু করে, কিডনির ওষুধ থেকে শুরু করে সব দাম বাড়িয়ে দিয়েছে। উপরন্তু টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। যারা কাঁচা সবজি নিয়ে আসে তাদের টাকাটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে পেট্রোল-ডিজেলের লাগাতর মূল্যবৃদ্ধি মানুষের জীবনে একটা নাভিশ্বাস হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে, রান্নার গ্যাসের  দাম বাড়িয়েছে একলাফে ২৫০ টাকা! জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে ১১ শতাংশ। নিত্য প্রয়োজনীয় জিনিষের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে।’   

এ দিকে, নির্ধারিত সময়ের একদিন আগেই আজ সংসদের বাজেট অধিবেশন মুলতুবি হয়ে গেছে। আজ বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই সংসদের ভিতরে বিরোধীরা  পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানান। কিন্তু আজই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি হয়ে  যায়।

সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির বিরুদ্ধে হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড, গলায় আলু ও পেঁয়াজের মালা পরে বিক্ষোভ দেখান তৃণমূল এমপিরা। ওই বিক্ষোভ কর্মসূচিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, জহর সরকার, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, শতাব্দী রায়সহ অনেক এমপি শামিল হন। #  

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ