মণিপুরে উদ্ধার অভিযানের মধ্যে আরেকটি ভূমিধস, এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i110026
ভারতের মণিপুরে প্রকৃতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত ২৯ জুন একই এলাকার কাছে অর্থাৎ নোনে জেলার টুপুল রেলওয়ে স্টেশনের কাছে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যাতে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সেনা রয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০২, ২০২২ ১৯:৩৪ Asia/Dhaka
  • মণিপুরে উদ্ধার অভিযানের মধ্যে আরেকটি ভূমিধস, এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু

ভারতের মণিপুরে প্রকৃতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত ২৯ জুন একই এলাকার কাছে অর্থাৎ নোনে জেলার টুপুল রেলওয়ে স্টেশনের কাছে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যাতে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সেনা রয়েছেন।

ভয়াবহ ওই ভূমিধসের পর আজ শনিবারও বেশ কয়েকটি টিম সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নোনে জেলার ভূমিধসের ঘটনাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন।    

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আমরা ৮১ জনকে হারিয়েছি। একজন টেরিটোরিয়াল আর্মি জওয়ান সহ ১৮  জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ৫৫ জন আটকেরয়েছে।মাটির  কারণে সমস্ত লাশ উদ্ধার করতে ২/৩ দিন সময় লাগবে।’

মুখ্যমন্ত্রী নিহতদের স্বজনদের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অন্যদিকে, পিআরও ডিফেন্স, গুয়াহাটির পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে নিখোঁজ ১২ জন টেরিটোরিয়াল আর্মি জওয়ান এবং ২৬ জন বেসামরিক নাগরিকের সন্ধানে অভিযান এখনও চলছে। এ দিকে ভূমিধসে আহতদের ননে আর্মি মেডিকেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। সম্প্রতি মণিপুরের ননে জেলায় ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পের কাছে একটি বিশাল ভূমিধস হয়। ওই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলসের টিম ও অন্য উদ্ধারকারীরা ত্রাণ ও উদ্ধার কাজে নামে। উদ্ধার অভিযানে প্রকৌশলী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে। ভূমিধসের  কারণে ইজাই নদীর মাঝখানে প্রচুর পরিমাণ ধ্বংসাবশেষ জড়ো হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভয়াবহ ওই ভূমিধসের পর বহু মানুষ জীবন্ত দাফন হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।