নভেম্বর ২৭, ২০২২ ১৮:১২ Asia/Dhaka
  • 'কেজরিওয়াল সারা দেশে মুসলমানদের বদনাম করেছেন'

ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ‘আম আদমি পার্টি’র প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন কেজরিওয়াল সারা দেশে মুসলমানদের বদনাম করেছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

ওয়াইসি কেজরিওয়ালকে নিশানা করে বলেন,  ‘এই ব্যক্তি সারা দেশে মুসলমানদের বদনাম করেছেন। দেশে যখন কোভিড শুরু হয়েছিল তখন  থেকে তিনি প্রথম মুসলমানদের বদনাম করার কাজটি করেছিলেন। তাবলিগ জামাতের বদনাম করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে যখন গোলযোগ হয়েছিল সেখানে বুলডোজার চালানো হয়েছিল।  

ওয়াইসি বলেন, মোদীজি টুপি পরেন না এবং কেজরিওয়াল যার সাথে দেখা করেন তাকে টুপি পরান। তিনি বলেন, বিলকিস বানো ইস্যুতে কেজরিওয়াল মুখ খোলেন  না। ‘অভিন্ন দেওয়ানি বিধি’ নিয়ে কিছু বলেন না। কেজরিওয়ালই কোভিডের প্রথম ঢেউয়ের সময় তাবলিগী জামাতকে ‘সুপার স্প্রেডার’ বলেছিলেন। বিষয়টি যখন হাইকোর্টে গিয়েছিল, আদালত তার মিথ্যা প্রমাণ করে দিয়েছে।    

বিজেপিকে নিশানা করে ওয়াইসি বলেন, ‘বিলকিস বানোর দোষীদের কেন ছেড়ে দেওয়া হল? যিনি বিলকিস বানোর ধর্ষকদের সংস্কারী বলেছেন তাকে টিকিট দেওয়া হয়েছে। নরোদা পটিয়ার মুসলিম হত্যাকারী মোদির জন্য ভোট চাচ্ছে। একে ওরা উচিত শিক্ষা বলছে!’ 

২০০২ সালে ভয়াবহ গুজরাট দাঙ্গার সময়ে পাঁচমাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে  গণধর্ষণকারী ১১ জন আসামীকে গত ১৫ আগস্ট মুক্তি দেওয়া হয়। বিলকিসের ধর্ষকরা ছাড়া পেলে জেলের বাইরে তাদের ফুল এবং মালা দিয়ে বরণ করা হয়। ভয়াবহ ওই ঘটনায় সে সময়ে বিলকিসের তিন বছরের শিশুকন্যাসহ পরিবারের সাতজনকে তার চোখের সামনেই খুন করা হয়। গণধর্ষণকারী ১১ জন আসামীকে সম্প্রতি এভাবে জেল থেকে মুক্তি দেওয়ায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি। ওয়াইসি এই প্রথমবার গুজরাট বিধানসভা নির্বাচনে মাঠে  নেমেছেন। গুজরাটে মুসলিম জনসংখ্যার কমপক্ষে ৯ শতাংশ। বিজেপি এখানে একজন মুসলিমকেও টিকিট দেয়নি। ১৮২টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস কেবল ৬টি এবং আম আদমি পার্টি মাত্র ২ জনকে টিকিট দিয়েছে। অন্যদিকে, ওয়াইসির ‘মিম’ দলে মাত্র ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮২ আসন সমন্বিত গুজরাটে আগামী ১ ও ৫ ডিসেম্বর রাজ্যটিতে দুই পর্বে ভোটগ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। #

              

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ