উত্তর প্রদেশে জাতীয় সড়ক প্রশস্ত করতে ভাঙা হল প্রাচীন মসজিদ  
https://parstoday.ir/bn/news/india-i117750-উত্তর_প্রদেশে_জাতীয়_সড়ক_প্রশস্ত_করতে_ভাঙা_হল_প্রাচীন_মসজিদ
ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুজাফফরনগরে পানিপথ খাতিমা হাইওয়েতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নিরানা গ্রামে একটি প্রাচীন মসজিদে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।    
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ২১:৩২ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে জাতীয় সড়ক প্রশস্ত করতে ভাঙা হল প্রাচীন মসজিদ  

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুজাফফরনগরে পানিপথ খাতিমা হাইওয়েতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নিরানা গ্রামে একটি প্রাচীন মসজিদে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।    

জাতীয় সড়কটি সম্প্রসারণের কাজ দ্রুত চলছে। যার ফলে এর মধ্যে পড়া ধর্মীয় স্থানগুলোও সরিয়ে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পানিপথ খাতিমা জাতীয় সড়কের অন্তর্গত একটি প্রাচীন মসজিদ ভেঙে ফেলা হয়েছে।    

গণমাধ্যমে প্রকাশ, এ সময়ে একটি ৪০ বছরের পুরনো একটি মাদ্রাসা ও মসজিদও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পানিপথ খতিমা জাতীয় সড়ক নং ৭০৯ এ-বিতে গত কয়েক মাস ধরে প্রশস্তকরণের কাজে বাধা হয়ে ওঠা কয়েক ডজন ধর্মীয় স্থান- মন্দির, মসজিদ এবং মাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  

ওই বিষয়ে এসডিএম সদর পরমানন্দ ঝা বলেছেন, পানিপথ খাতিমা সড়কটি ৭০৯  এ-বি নামে পরিচিত, যা আমাদের শেরনগর থেকে নিরানা পর্যন্ত এলাকার অধীনে। এই প্রকল্পে যেসব জায়গা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। গ্রামবাসীদের  সহায়তায় তা অপসারণ করা হচ্ছে। এতে সবার সহযোগিতা রয়েছে এবং যা উপযুক্ত ক্ষতিপূরণ সবাইকে দেওয়া হচ্ছে। এর মধ্যে ধর্মীয় স্থানও রয়েছে, কিছু মন্দির ও মসজিদ আছে, সব সরিয়ে ফেলা হচ্ছে। তার দাবি- এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি, সবার সহযোগিতা পাওয়া গেছে। সবাই আমাদের এলাকায় উন্নয়ন চায়, সবাই চায় এই জাতীয় সড়ক ভালোভাবে চলুক’ বলেও এসডিএম সদর মন্তব্য করেন।  #  

পার্সটুডে/এমএএইচ/২৮