ডিসেম্বর ৩১, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে চলতি বছরে ১৭২ জন গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে চলতি বছরে ১৭২ জন গেরিলা নিহত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর একনাগাড়ে অভিযান চলার মধ্যে চলতি বছর ২০২২ সালে মোট ১৭২ জন গেরিলা নিহত হয়েছে। এর মধ্যে ৪২ জন বিদেশি রয়েছে।

আজ (শনিবার) কাশ্মীর পুলিশের এডিজিপি বলেন, ২০২২ সালে, শুধুমাত্র কাশ্মীর অঞ্চলেই মোট ৯৩ টি সফল এনকাউন্টার হয়েছে। এ সব সংঘর্ষে মোট ১৭২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে ৪২ জন বিদেশি সন্ত্রাসীও রয়েছে।  

এডিজিপি’র এক বার্তায় প্রকাশ- তিনি বলেন, লস্কর-ই-তৈয়বা এবং টিআরএফ-এর সর্বোচ্চ ১০৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এরপর জেইএম-এর ৩৫ জন,  এইচএম-এর ২২ জন, আলবদরের ৪ জন এবং এজিইউএইচ সংগঠনের ৩ জন  নিহত হয়েছে। কাশ্মীর জোনের এডিজিপি বলেন, এ বছর, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ গ্রহণের কারণে, গত বছরের তুলনায় সন্ত্রাসবাদী সংগঠনে নতুন নিয়োগের ক্ষেত্রে ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। এ বছর ৭৪ জন সন্ত্রাসী লস্করে যোগ দিয়েছে, যাদের মধ্যে ৬৫ জন নিহত হয়েছে। 

পুলিশ কর্মকর্তার মতে, কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগপ্রাপ্ত সন্ত্রাসীদের আয়ুষ্কাল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এ বছর কাশ্মীরে নিহত মোট ৬৫ জন নতুন রিক্রুট সন্ত্রাসীর মধ্যে ৫৮ জনকে শামিল হওয়ার প্রথম মাসের মধ্যে হত্যা করা হয়েছে। এ বছর, কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় সাধারণ নাগরিকরাও প্রাণ হারিয়েছেন। এডিজিপির দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসীরা এ বছরে ২৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এর মধ্যে ২১ জন স্থানীয় এবং ৮ জন অন্য রাজ্যের নাগরিক। নিহত স্থানীয়দের মধ্যে ৩ কাশ্মীরি পণ্ডিতসহ ৬ জন হিন্দু এবং ১৫ জন মুসলিম।  

অন্যদিকে, গণমাধ্যমে প্রকাশ, এ বছর বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ১২৬ জন সদস্য নিহত হয়েছেন। জওয়ানদের মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে আক্রমণ, আত্মহত্যা, আকস্মিক গুলি, হার্ট অ্যাটাক, আইইডি বিস্ফোরণ, তুষারপাত, হেলিকপ্টার দুর্ঘটনা, হিট অ্যান্ড রান ইত্যাদি।#  

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন   

 

ট্যাগ